fbpx
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪০ অপরাহ্ন

সুখবর পেলেন তাহসান

রিপোটারের নাম / ৯১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
বিশেষ দিনের আগে সুখবর পেলেন তাহসান

10 / 100

বিশেষ দিনের আগে সুখবর পেলেন তাহসান

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের ৪১তম জন্মদিন আজ ১৮ অক্টোবর। বিশেষ এই দিনের আগে সুখবর পেলেন এ অভিনেতা। দীর্ঘদিন করোনায় ভোগে সুস্থ হওয়ার খবর পেয়েছেন শেষ পর্যন্ত। শনিবার সন্ধ্যায় জানলেন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এ তথ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করে নেন তাহসান।

তাহসান লিখেছেন– ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এ জন্য প্রশান্তির হাসি। আর এই পেজে আজ হঠাৎ দেখছি ৮০ লাখ মানুষ, এত মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। এর পর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন জনপ্রিয় এ গায়ক।

মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছিলেন তাহসান। এতে তার সহশিল্পী তানজিন তিশার করোনাভাইরাস ধরা পড়ার পর থেকেই কোয়ারেন্টিনে ছিলেন তাহসান। এরপর পরীক্ষা করা হলে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট হাত পান।


আপনার মতামত লিখুন :

এই ক্যাটাগরির আরো সংবাদ