শিমুল গাছের মূল চাষ। প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো এক ঔষদি গাছ চাষ করে কিভাবে সাবলম্বি হওয়া যায় এবং কিভাবে চাষ করতে হয়।শিমুল গাছের মূল চাষ।
শিমুল গাছের শিকর অনেকেই আমরা শরবত হিসেবে খেয়ে থাকি বা ঔষধি গাছের তালিকায় এই গাছের অনেক নাম রয়েছে। শিমুল গাছের চাষ করে অর্থ উপার্জন করা এমনই এক যুবকক আশরাফুল ইসলাম।
শিমুল গাছের মূল চাষ
তিনি লক্ষীপুর খোলাবারীয়া গ্রামে থাকেন। এ গ্রামটা আবার ঔষধি গ্রাম নামে গোটা পৃথিবীতে পরিচিত হয়ে গেছে। তিনি লেখা পড়ার পাশাপাশি শিমুল গাছ চাষ করেন। এতে তিনি অনেক লাভবান হন।
আসুন জেনে নেওয়া যাক তার শিমুল চাষ সম্পর্কে।
তিনি সোয়া ১ বিঘা জমিতে শিমুল চাষ করেন। এতে তার খরচ হয় প্রায় ২৫০০০ টাকা।
আর সব খরচ বাদে তার লাভ হয় দেড় লক্ষ টাকা।
এবার জানব কিভাবে শিমুল চাষ করতে হয়?
**প্রথমে বেলে দোআঁশ জমিতে জৈব সার দিয়ে তিনটি চাষ দিতে হবে। মাটি ঝুড়ঝুরা হলে এতে ৩০ কেজি শিমুলের বীজ ছিটিয়ে দিতে হবে।
**এরপর ২ টি মই দিয়ে দিতে হবে।
**যদি মাটি শুকিয়ে যায তাহলে একটা পাতলা সেচ দিয়ে দিতে হবে।
**এর এক সপ্তা পর আরো একটা সেচ দিয়ে দিতে হবে।
**এর ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটা নিড়ানি দিতে হবে। আবার গাছ উঠার সময় আরেকটা নিড়ানি লাগতে পারে। এছাড়া শিমূল শিমূল চাষে আর কোনো খরচ পড়ে না।শিমুল গাছের মূল চাষ।
শিমুর চাষ অতি সহজ।আশরাফুল ভাই জানান তাদের ওখানে কিছু লোকাল বিক্রেতা আছে যারা ক্ষেত থেকে পাইকারি হিসেবে শিমুলের মূল কিনে নিয়ে যায়।
এটা সাধারণত নিলাম এর মতই তারা ক্ষেতের ধাম বলে যায় যে সবচেয়ে বেশি দাম বলে সেই ক্ষেতে ফসল পেয়ে যায় এবং নির্দিষ্ট সময় দুই মাসের মধ্যে তার ক্ষেত থেকে সমস্ত শিমুল উঠিয়ে নিতে হয়।
ত বন্ধুরা শিমুল চাষ অতি সহজ। আপনারা চাইলেও এটা চাষ করতে পারেন এবং এর চাহিদাও বাজারে অনেক বেশি।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
ড্রাগন ফলের পুষ্টিগুন ও উপকারিতা
পুকুরে শিং মাছ চাষ করলে অধিক লাভ দেখে নিন কিভাবে চাষ করা হয়