গাভীর দাম দুধ দেওয়ার ক্ষমতা, দাম, চাহিদা ইত্যাদি সম্পর্কে জানাবো। প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো পাবনা জেলার ঈশ্বরদীর আরনখলার একটি ডেইরি ফার্ম সম্পর্কে। এই ফার্মটির নাম “বাকেরা ডেইরি ফার্ম ”
এই বাকের সাহেব ৫০ বছর যাবত গরু কেনা-বেচার সাথে জড়িত। তারা তিন পুরুষ ধরে এ ব্যবসা করে আসছেন। তার এই খামারে কিছু অসাধারণ গাভী আছে।
এখন আপনাদের এ গাভী সম্পর্কে জানাবো। এই সব গাভীর দাম দুধ দেওয়ার ক্ষমতা, দাম, চাহিদা ইত্যাদি সম্পর্কে জানাবো।
এই ফার্মে রয়েছে রানীশংকর, অস্ট্রেলিয়া,মিনি শংকর ইত্যাদি জাতের গাভী।
গাভীর দাম দুধ দেওয়ার ক্ষমতা
রানী সংকর গাভী প্রচুর পরিমানের দুধ দেয়। এ গাভী প্রায় সারাবছর দুধ দিয়ে থাকে। তবে মাঝে মধ্যে কিছুটা ব্যতিক্রম হয়। এ গাভী প্রথম বাচ্চা দেওয়ার পর ১২ থেকে ১৫ লিটার দুধ দিয়ে থাকে। দ্বিতীয় বাচ্চা দেওয়ার পর ২০ থেকে ২৫ লিটার। আর তৃতীয় বাচ্চার পর প্রায় ৪০ থেকে ৪৫ লিটার দুধ দিতে সক্ষম।এ গাভী অনেক বড় হয়। মানুষের মাংসের চাহিদা পূরণ করতে সক্ষম রানী সংকর জাতের গাভী। বাজারে এর চাহিদা ও অনেক বেশি।
একটি চার বছর বয়সের গাভীর দাম প্রায় ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা।
এছাড়া রয়েছে অস্ট্রেলিয়া জাতের গাভী।এর চাহিদাও অনেক ভালো।
বাকের সাহেব জানান যে, এ গাভী প্রথম বাচ্চার পর ১২ থেকে ১৪ লিটার দুধ দেয়।এবং এ গাভী প্রায় ২৫ থেকে ৩০ লিটার দুধ দেয়। এবং এর দাম প্রায় ১,৫০,০০০ থেকে ২ লক্ষ টাকা।
এছাড়াও রয়েছে মিনি শংকর জাতের গাভী। এ গাভী দেখতে একটু ছোট সাইজের হয়ে থাকে।
এ গাভী ও অনেক দুধ দেয়। এটা প্রায় ৩০থেকে ৪০ লিটার দুধ দেয়।
এর দাম ১ লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা।
বাকের সাহেব এ গাভী বেচা-কেনা করেন। যদি কেউ কিনতে চায় তাহলে দাম দর করে কিনতে পারে। যদি তার ভালো লাগে তাহলে বায়না দিতে পারে। তারপর সে তার গাভী যেকোনো সময় নিয়ে যেতে পারে।
যানবাহনের ব্যাবস্তা রয়েছে। টাকা নগদ অথবা ব্যাংকের মাধ্যমে নেওয়া হয়।
তার এলাকায় এমন আরো অনেক ব্যাবসায়ী আছে। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।
গাভীর দাম দুধ দেওয়ার ক্ষমতা।
গাভীর দাম দুধ দেওয়ার ক্ষমতা।
গ্রামের নাম ইউটিউব।ইউটিউব পাল্টে দিয়েছে গ্রামের নাম।কী করে ইউটিউব পাল্টে দিচ্ছে এই গ্রামকে।